
সরকারবিরোধী বিক্ষোভে ক্রমশ উত্তাল হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরাক। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়ায় পুলিশের গুলিতে ১৩ বিক্ষোভকারী নিহত হন গত শনিবার (২৩ নভেম্বর)। গুরুতর আহত হয়েছেন শতাধিক। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
খবরে বলা হয়, শনিবার স্থানীয় সময় রাতে শহরটির তিনটি গুরুত্বপূর্ণ সেতুর কাছে বিক্ষোভরত লোকজন জড়ো হলে পুলিশ তাদের দিকে বেশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শুরু হয় একের পর এক গুলি বর্ষণ। এতে ঘটনাস্থলে ৩ বিক্ষোভকারী নিহত হন। তাদের হাসপাতালে নেওয়া হলে এই সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।
এ দিকে বসরার নিকটবর্তী উম কাসর উপসাগরীয় বন্দর এলাকাতেও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ ঘটেছে। এ সময় পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের খবর পাওয়া যায়। যদিও প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে অভিযোগগুলো অস্বীকার করা হয়েছে। হামলায় আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। যাদের মধ্যে কিছু লোকের অবস্থা আশঙ্কাজনক।
অপর দিকে বিশ্লেষকদের মতে, কর্মসংস্থানের সংকট নিরসন, প্রশাসনের দুর্নীতি বন্ধ এবং সরকারি সেবার মান বৃদ্ধির দাবিতে মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত এই দেশটিতে গত ১ অক্টোবর সরকারবিরোধী বিক্ষোভের শুরু হয়। যা এখনো অব্যাহত আছে।
আই.এ/