
শৃঙ্খলা রক্ষার নামে ভারতের রাজস্থানে প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন মুসলিম পুলিশ সদস্যকে দাড়ি না রাখার নির্দেশ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু হয়েছে।
শনিবার (২৩ নভেম্বর) ‘হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, শৃঙ্খলা রক্ষার নামে রাজস্থানের আলওয়ারের ৯ মুসলিম পুলিশ সদস্যকে দাড়ি ফেলে দেওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে ধর্মীয় রীতি পালনের উদ্দেশ্যে এসব পুলিশ সদস্য সেই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান। এতে তাদের চাকরি টিকে থাকা নিয়ে সংশয় দেখা দেয়।
প্রশাসনের এমন নির্দেশের কথা ছড়িয়ে পড়লে স্থানীয় মুসলমানরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। শুরু হয় বিতর্ক। এমন পরিস্থিতিতে আলওয়ারের মুসলিম সম্প্রদায়ের নেতা শের মোহাম্মদ বলেন, দাড়ি ফেলে দেওয়ার নির্দেশটি ‘দুর্ভাগ্যজনক’। কারণ এর মাধ্যমে ধর্মীয় রীতিকে অসম্মান করা হয়।
অবশ্য শেষ পর্যন্ত আলওয়ার পুলিশ বিভাগ ওই ৯ পুলিশকর্মীকে দাড়ি রাখার অনুমতি দিতে বাধ্য হয়েছে।উল্লেখ্য, ভারতীয় পুলিশ প্রশাসনের নিজস্ব নিয়ম অনুযায়ী পুলিশকর্মীরা দাড়ি রাখতে পারেন।
আই.এ/