ভোলা প্রতিনিধি: ভোলার তজুমদ্দিন উপজেলায় ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জাকির হোসেন (৪০) নামের এক রাজমিস্ত্রী নিহত হয়েছে। এতে শামিম নামের আরো এক জন গুরুতর আহত হয়। নিহত জাকির ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের বাসিন্দা ও তজুমদ্দিনের মডেল মসজিদের রাজমিস্ত্রী হিসেবে কাজ করতো।শুক্রবার ভোরে কুঞ্জেরহাট-তজুমদ্দিন সড়কের মুচি বাড়ি মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে জাকির ও শামিম ভোলা সদর থেকে মোটরসাইকেলে করে তজুমদ্দিনের উদ্দেশ্যে রওনা হয়। এসময় তারা কুঞ্জেরহাট-তজুমউদ্দিন সড়কের মুচি বাড়ির মোড়ে আসলে ফায়ার সার্ভিসের একটি পানি বাহী গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকিরকে মৃত ঘোষণা করেন। এবং শামিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেলটি দ্রুত গতিতে এসে বিপরীত দিক থেকে আসা ফায়ার সার্ভিসের গাড়ির সাথে ধাক্কা খায়। এতে এ দূর্ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছি। এ ব্যাপারে পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
/এসএস