
ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মোঃ আব্দুল্লাহ চিকিৎসাধীন গওহরডাঙা মাদরাসার প্রিন্সিপাল ও গওহরডাঙা কওমী মাদরাসা বোর্ডের চেয়ারম্যান মুফতি রুহুল আমিনকে দেখতে শুক্রবার (২২ নভেম্বর) বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান।
এ সময় ধর্ম প্রতিমন্ত্রী মুফতি রুহুল আমীনের শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্থতার জন্য দোয়া করেন। বর্তমানে মুফতি রুহুল আমীন বিএসএমএমইউতে মেডিসিন বিভাগের প্রফেসর আতিকুর রহমানের অধীনে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, মুফতি রুহুল আমীন বেশ কিছুদিন ধরে এলার্জি, এ্যাজমা, হাপানী ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় গতকাল (বৃহস্পতিবার) দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
যেসব বিভাগে লেখা পাঠাতে পারেন আপনিও- ইসলাম প্রতিদিন, ফিচার, সাহিত্য, স্বাস্থ্য, রেসিপি, ভ্রবণ, মতামত ও নারী। ছবি পাঠাতে ভুলবেন না। ই-মেইল. news.publicvoice24@gmail.com। লেখা পাঠাতে পারেন আমাদের পেজের ইনবক্সেও।
আই.এ/