
নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটি গোষ্ঠি অপপ্রচার চালিয়ে বিভ্রান্ত করতে চাইছে। দেশবাসির প্রতি এতে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদের বলেছেন, মালিক শ্রমিকদের বুঝতে হবে সরকার কতটা নমনীয়। পেয়াজ লবনের গুজবের মতো একটি মহল পরিবহণ এর ওপর ভর করে ফায়েদা নিচ্ছে, অরাজকতা সৃষ্টি করছে। ভুল থেকে শিক্ষা নিয়ে ঠিক পথে ফিরে আসার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে অতিরিক্ত বাড়াবাড়ি হবে না।
সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের ইন্ধন ও অলিখিত নির্দেশেই এই ধর্মঘট হচ্ছে বলে দাবি সড়ক পরিবহন শ্রমিক লীগের।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন না মান আমাদের সংস্কৃতি হয়ে গেছে। শ্রমিকদের 9 দফা সড়ক পরিবহন মন্ত্রীর কাছে পাঠিয়ে দিচ্ছি, কোথাও অসঙ্গতি থাকলে যাচাই-বাছাই করে দেখা হবে। সড়ক নিরাপদ রাখতে কি কি করা যায় তা নিয়ে প্রধানমন্ত্রীর চিন্তা করছেন।
টাঙ্গাইলে আওয়ামীলীগের দু’গ্রুপ একই স্থানে পাল্টা-পাল্টি সমাবেশের ডাক দেওয়ায় বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর পাঁচটা থেকে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন দিন শহরের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ইটিভির সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে অর্থপাচার মামলা বাতিল করেছে হাইকোর্ট, আপিল করবে দুদক।
বন্ধুর সাথে ২০০ টাকার বাজিতে বরিশালের দুর্গাসাগর দিঘি পাড়ি দিতে নেমে নিখোঁজ ঢাকার আহসানউল্লাহ ইঞ্জিনিযারিং কলেজের শিক্ষার্থী ওমর ফারুক হৃদয়ের মরদেহ ১০ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।
বিদ্যমান সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৮৬, ৮৭, ৮৮, ৮৯, ১০৪ ও ১০৫ ধারা সংশোধনের দাবী সড়ক পরিবহন শ্রমিক লীগের। সড়ক পরিবহন আইন বাস্তবায়নে ১ বছর সময় বৃদ্ধির দাবি। চালকদের শিক্ষাগত যোগ্যতা শিথিল করতে হবে। রানার কার্ড দিয়ে অন্তত ৬ মাস গাড়ি চালানোর সুযোগ দিতে হবে। রাস্তায় চাদাবাজি বন্ধ করারও দাবী সড়ক পরিবহন শ্রমিক লীগের।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস