কাউসার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: ২২ নভেম্বর শুক্রবার বাদ জুমা ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে পিডিএস এ ময়দানে সুদ, ঘুষ ও দুর্নীতিমুক্ত কল্যাণময় রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি হাবিবুর রহমান এর সভাপাতিত্বে ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, মুফতি সৈয়দ ফয়জুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র যুগ্ন মহাসচিব, আলহাজ্ব অধ্যাপক মো. মাহবুবুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আলহাজ্ব ডাক্তার মো. সিরাজুল ইসলাম সিরাজী সহ স্থানীয় জাতীয় নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা সেক্রেটারি আর. আই.এম অহিদুজ্জামান পাবলিক ভয়েস কে জানান, এই সম্মেলন বাস্তবায়নের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। পিডিএস ময়দানে জেলাধীন সম্মেলনে প্রায় ৫০ হাজার বর্গফুট বিশিষ্ট প্যান্ডেল তৈরি করা হয়েছে। শতাধিক মাইক ও তিন শতাধিক লাইট এর ব্যবস্থা করা হয়েছে। সম্মেলনে আগত মুসল্লিদের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ সম্মেলনে মহিলারা অংশগ্রহণ করতে পারবেন। তাদের জন্য ভিন্ন প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
আই.এ/