গাইবান্ধার গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ডিও লেটার জালিয়াতি করার অপরাধে মাদরাসা সুপার আব্দুল করিম মন্ডলকে (৪৭) পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।
বুধবার (২০ নভেম্বর ) সাঘাটা উপজেলার কামালের পাড়া থেকে করিম মন্ডলকে আটকের পর পুলিশের হাতে তুলে দেন তারা।
আটক করিম মন্ডল গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া তমিজ উদদীন আহম্মাদীয়া দাখিল মাদরাসার সুপার ও সাঘাটার শাহ বাজারপাড়া (কামালের পাড়া) গ্রামের আবুল কাশেম মন্ডলের ছেলে।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন গণমাধ্যমকে জানান, মাদরাসা সুপার আব্দুল করিম গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরীর ডিও লেটার জাল করে স্থানীয় মো. ফরমান আলীকে মাদরাসাটির সভাপতি বানানোর চেষ্টা করেছেন। বিষয়টি জানাজানি হলে সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী খায়রুল আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
আই.এ/