২০১৬ সাল থেকে বন্দি ২ পশ্চিমা অধ্যাপককে মুক্তি দিয়েছে তালেবান। ৩ জন উচ্চ পর্যায়ের তালেবান সদস্যদের মুক্তির শর্তের বিনিময়ে মার্কিন অধ্যাপক কেভিন কিং ও অস্ট্রেলীয় অধ্যাপক তিমোথি উইকসকে মুক্তি দেয় সংগঠনটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে এই তথ্য জানা গেছে। আফগান কর্মকর্তারার জানান, তালেবানদের সঙ্গে আলোচনা শুরুর অংশ হিসেবে এই বন্দি বিনিময় হলো।
টুইন টাওয়ারে হামলার পর মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটো আফগানিস্তানে হামলা চালিয়ে তালেবান সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করে। তখন থেকেই যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের বিরুদ্ধে সশস্ত্র লড়াই করে যাচ্ছে তালেবান।
দীর্ঘ ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা শুরু করেন তালেবান কর্মকর্তারা।
এরই প্রেক্ষিতে একটি শান্তিচুক্তিতে একমত হয় দুই পক্ষ। সর্বশেষ তালেবানের সঙ্গে করা চুক্তির আওতায় আফগান সরকার তালেবানের নেতা আনাস হাক্কানি ও অন্য দুই শীর্ষ পর্যায়ের কমান্ডারকে তালেবানের কাছে হস্তান্তর করবে। বিনিময়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার দুজন অধ্যাপককে মুক্তি দেবে তালেবান। অন্যদিকে আফগানিস্তান থেকে ৩ জন জেহাদিকে কাতারে নিয়ে যাওয়া হয়।
আইএ./