নাহিদুজ্জামান, বেরোবি প্রতিনিধি: ২০২০ সালে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-তে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।
বুধবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে ‘সেশনজট মুক্ত বিভাগ’ ঘোষণা শীর্ষক সংবাদ সম্মেলনে এ ঘোষনা দেন তিনি।
ড. আহসান বলেন, বিশ্ববিদ্যালয়টি ১২ বছরে পদার্পণ করেছে। অনেক শিক্ষার্থী পড়ালেখা শেষ করে চলে গেছেন। এখনো একটি সমাবর্তন হয়নি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে আমরা প্রথম সমাবর্তন আয়োজন করব।
২০২০ সালের কত তারিখে সমাবর্তন অনুষ্ঠিত হবে জানতে চাইলে তিনি বলেন, সেটা আমরা এখনো নির্ধারণ করিনি। একটি সমাবর্তনে অনেক প্রক্রিয়া থাকে এবং প্রোগ্রামে রাষ্ট্রপতি ২০২০ সালে কখন আমাদের সময় দিতে পারবেন সেটার উপর সমাবর্তনের তারিখ নির্ভর করবে।
আই.এ/