ইসমাঈল আযহার: সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে ইহুদিবাদী ইসরাইল ফের ভয়াবহ বিমান হামলায চালিয়েছে। এতে অন্তত দু'জন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মাধ্যমের বরাতে কাতারভিত্তিক বার্তা সংস্থা আল জাজিরা বুধবার (২০ নভেম্বর) এখবর দিয়েছে।
খবরে বলা হয়, সিরীয় গণমাধ্যম ‘সানা’ এখবর প্রকাশ করার পর এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, এর আগে রকেট হামলার প্রতিশোধ নিতে তারা এই হামলা চালিয়েছে।
[caption id="attachment_57780" align="alignnone" width="554"] হামলায় আক্রান্ত একজন হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন। ছবি: আল জাজিরা[/caption]
খবর আর বলা হয়, আজ বুধবার ভোরে দামেস্কের দক্ষিণ-পশ্চিমে সাসা শহরে একটি বাড়িতে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ভবনটি ধ্বংস হয়ে যায় এবং দু'জন বেসামরিক লোক মারা যায়। এ হামলায় তিন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।
সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, দামেস্কে আঘাত হানার আগে ইসরাইলি ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগ ধ্বংস করতে সক্ষম হয়েছিল সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী।
আল-জাজিরা থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/