ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষের ধর্মতত্ত অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বয়কারী অধ্যাপক ড. লোকমান হোসেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারীর নিকট এ ফলাফল হস্তান্তর করেন।
এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন, ‘এ’ ইউনিট সমন্বয়কারী ও আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আশরাফুল আলম এবং ছাত্র উপদেষ্টা ও প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন সেখানে উপস্থিত ছিলেন। পরে উপাচার্য আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষনা করেন।
ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ৪ নভেম্বর সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১ম শিফটে ধর্মতত্ব অনুষদভূক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে ২২২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করেন। ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮৮১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এদের মধ্যে মোট ৪৬৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এবছর এ ইউনিটে পাশের হার শতকরা ২৫ শতাংশ।
উল্লেখ্য,ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) তে পাওয়া যাবে।
আই.এ/