
কাওছার আহমেদ,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মইনুল হাসান পিপিএম মহোদয়ের নেতৃত্বে ঘূর্ণিঝড় বুলবুল পরবর্তী নানা ধরণের উদ্যোগ নিয়েছে পটুয়াখালী পুলিশ। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজ শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় বাংলাদেশ পুলিশের শ্রদ্ধেয় ইন্সপেক্টর জেনারেল এর নির্দেশনা ও পরিকল্পনার অংশ হিসেবে এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
ঘূর্নিঝড় পরবর্তী উদ্ধারকাজ সম্পন্ন করতে আগে থেকেই জেলার প্রতিটি থানায় বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছিল। ঘূর্ণিঝড় বুলবুল এলাকা অতিক্রমের সাথে সাথেই সংশ্লিষ্ট থানার পুলিশ টিম শুরু করে উদ্ধার কার্যক্রম।
এসব কার্যক্রমের অংশ হিসেবে পটুয়াখালী জেলা পুলিশের সদস্যগণ ঘূর্ণিঝড়ে পড়ে কিংবা ভেঙ্গে যাওয়া গাছ অপসারণ, ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত, ঘূর্ণিঝড় কবলিত মানুষের মধ্যে ত্রাণ বণ্টন, সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র থেকে পুনরায় নিজ বাড়িতে পৌঁছে দেওয়া, আহতদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে হাসপাতালে ভর্তি করা, সড়ক মেরামতসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি দুর্যোগকালীন সময়ে কোনো দুষ্কৃতকারী যেন অপরাধ সংঘটিত করতে না পারে- সে ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখছে। মানুষের জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে পটুয়াখালী জেলা পুলিশ বদ্ধ পরিকর।
জরুরি প্রয়োজনে দ্রুত সাড়াদানের জন্য পুলিশ লাইন্সে প্রয়োজনীয় সংখ্যক রিজার্ভ ফোর্স QRT (Quick Response Team) হিসেবে রাখা হয়েছে।
আই.এ/