
ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া রায় নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগে ধরপাকড় শুরু হয়েছে। ভারতীয় গণমাধ্যম এখবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, শনিবার রায় ঘোষণার পর থেকে এখন পর্যন্ত মোট ১২টি এফআইআরে ৩৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। উত্তরপ্রদেশ পুলিশের বরাত দিয়ে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় এসব মামলায় তিন হাজারের অধিক সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর মধ্যে কিছু পোস্ট মুছে দেওয়া হয়েছে এবং বন্ধও করে দেওয়া হয়েছে অনেক অ্যাকাউন্ট। কোনও গুজব যাতে না ছড়ায়, তার জন্য সোশ্যাল মিডিয়ায় রাজ্যবাসীর তৎপরতার উপরও নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজিপি ওপি সিংহ।
তিনি বলেন, ‘প্রয়োজন পড়লে রাজ্যের সর্বত্র সোশ্যাল মিডিয়ার উপর নিষেধাজ্ঞা বসানো হবে, যাতে গুজব ছড়িয়ে কেউ অশান্তিতে ইন্ধন জোগাতে না পারে।’
এদিকে, সোশ্যাল মিডিয়ায় নজরদারির পাশাপাশি প্রযুক্তি নির্ভর কন্ট্রোল রুমও খোলা হয়েছে উত্তরপ্রদেশেল লখনউতে। সেখানে বসেই অযোধ্যা-সহ গোটা রাজ্যের পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ্য এবং কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা। ব্যক্তিগত ভাবে সব কিছুর তদারকি করছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
আই.এ/পাবলিক ভয়েস