পাবলিক ভয়েস : খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে আব্দুর রহমান গাজী (২১) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুজন আহতে হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুর রহমান চুকনগর কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন জানান, আব্দুর রহমান তিন জনকে নিয়ে মোটরসাইকেলে চুকনগর কলেজে যাচ্ছিলেন। পথিমধ্যে চুকনগরের জ্যোতিন-কাশেম সড়কের ব্রিজের উপর উঠতে গেলে সামনে থেকে একটা ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন। শরিফুলসহ আহত হন দুজন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।