
দিল্লিতে বাতাসে দূষণের পরিমাণ প্রতিদিন বেড়ে চলেছে। সেই ভিত্তিতেই বুধবার সুপ্রিম কোর্টের কটাক্ষের মুখে পড়ল মোদি সরকার এবং দিল্লি সরকার। রাজধানীতে দূষণ নিয়ন্ত্রণ করতে সক্ষম না হওয়ায় ভর্ৎসনার সম্মুখীন হতে হল কেন্দ্রকে। ভারতীয় সংবাদ কলকাতা নিউজ আজ বুধবার এক প্রতিবেদনে এখবর দিয়েছে।
ভারতের বিশেষজ্ঞদের মতে, ‘পাকিস্তানের পঞ্জাব এবং হরিয়াণায় খড় জ্বলার কারণে বাতাসে দূষণের পরিমাণ আরও বেড়েছে। ’
কেন্দ্রকে সুপ্রিম কোর্ট প্রশ্ন করেছে, ‘মানুষ তার নিজের বাড়িতেই আর নিরাপদ নয় তাতে যদি সরকারের কিছুটা লজ্জা অনুভূত হয়।’
বুধবার শীর্ষ আদালত জানিয়েছে, ‘আপনারা কী লজ্জিত বোধ করেন না যে বিমান পরিষেবা ব্যহত হচ্ছে এবং দেশের মানুষ তাদের নিজের বাড়িতে নিরাপদ নয়।’ এই পরিস্থিতির উপর চিন্তা প্রকাশ করে এবং সক্রিয়তার অভাব দেখে সুপ্রিম কোর্ট এদিন বলেছে, এটা একটা জীবন-মরণ সমস্যা। যেখানে কোটি কোটি মানুষ জড়িত।
সুপ্রিম কোর্ট তাদের বক্তব্যে আরও জানিয়েছে, ‘আমাদের এই পরিস্থিতিতে সরকারকে দায়ী করা ছাড়া আর কোন উপায় নেই। বাতাসে দূষণের পরিমাণ কমাতে আমরা দেশের গণতান্ত্রিক সরকারের তরফ থেকে আরও অনেক কিছু আশা করি।’
কালী পুজোর পর থেকেই বায়ু দূষণে জেরবার রাজধানী শহর নয়াদিল্লি। দূষণের জেরে দিল্লির আকাশ-বাতাস ধোঁয়াশায় ঢেকে গিয়েছে। রাস্তায় বেরতে হলে মুখে মাক্স পরে বেরতে হচ্ছে দিল্লির বাসিন্দাদের। সুস্থ থাকতে সাধারণ মানুষের মুখে মাক্স থাকবে এটাই এখন দিল্লিতে স্বাভাবিক ব্যাপার। তাই বলে দেবতাদের মুখে মাক্স! পড়তে অবাক লাগলেও এটাই সত্যি। দিল্লি থেকে অনেক দূরে থেকেও দূষণের গ্রাসে দেবতারা !
বারাণসীতে তাদের মূর্তির মুখে জড়িয়ে দেওয়া হয়েছে অ্যান্টি পলিউশন মাস্ক। রাজধানী দিল্লি থেকে প্রায় ৮৪৬ কিলোমিটার দূরে অবস্থিত বারাণসী। সেখানে দুর্গা ও কালী মূর্তির মুখে পরানো হয়েছে দূষণ নিরোধক মাক্স। দিওয়ালির পর থেকে উত্তর ভারতে বিশেষ করে দিল্লিতে মাত্রা ছাড়া দূষণ বেড়েছে।
সেই জেরেই এমন অবস্থা৷ গত তিনবছরের তুলনায় এই বছরের দিল্লির বায়ুদূষণ এয়ার কোয়ালিটি ইনডেক্সকে ছাড়িয়ে গিয়েছে। বিভিন্ন সরকারি রিপোর্টের তথ্যে উঠে এসেছে। এদিকে দূষণে জেরবার রাজধানীতে সাধারণ মানুষের সুস্থতার কথা মাথায় রেখে দূষণ নিয়ে জরুরি অবস্থা জারি, ৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্কুল বন্ধ সহ গাড়ি চালানোর ক্ষেত্রে জোড়বিজোড় নীতির কথাও ঘোষণা করেছিল সরকার। এত কিছু সত্ত্বেও এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি দিল্লির।
আই.এ/