জাবি প্রতিনিধি: অনিদিষ্টকালের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আজ বিকাল ৪ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) জরুরি এক সিন্ডিকেট বৈঠকে এই সিন্ধান্ত নেওয়া হয় বলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ নিশ্চিত করেছেন।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বলেন, জরুরি সিন্ডিকেট বৈঠকে ক্যাম্পাস অনিদিষ্ট সময়ের জন্য বন্ধের সিন্ধান্ত নিয়েছে। ক্যাম্পাস শান্ত না হওয়া পর্যন্ত এই সিন্ধান্ত চলমান থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি উন্নয়ন প্রকল্পের দরপত্র ছিনতাইয়ের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিরুদ্ধে। এরপর ঈদ সেলামির নামে দুই কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে।
এ অবস্থায় গত ২৩ আগস্ট থেকে আন্দোলন শুরু করেন শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ। গত ১২ সেপ্টেম্বর আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু দুর্নীতি তদন্তের দাবি পূরণ না হওয়ায় ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে উপাচার্যের অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়।
আই.এ/পাবলিক ভয়েস