
অনির্দিষ্টকালের জন্য কাবুলে অবস্থিত পাকিস্তান দূতাবাসের ভিসা সেকশন বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দুই দেশের মধ্যে উত্তেজনা দেখা দেয়ার পর নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পাকিস্তান দূতাবাসের ভিসা সেকশন বন্ধ করে দেয়ার ঘটনা আফগান নাগরিকদের জন্য একটি বিপদের কারণ হয়ে দাঁড়াবে কারণ প্রতিদিন বহু আফগান নাগরিক পাকিস্তানে আসার জন্য বিশেষ করে চিকিৎসা নেয়ার জন্য ভিসার আবেদন করে থাকে।
এছাড়া, দু দেশের মধ্যে পণ্য পরিবহনের বিষয়টি রয়েছে এবং বহু আফগান ছাত্র পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে থাকে। কাবুলে পাকিস্তান দূতাবাসের একজন মুখপাত্র সামাজিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে শেয়ার করা এক বার্তায় জানিয়েছেন, যদি কোনো ব্যতিক্রম না হয় তাহলে সোমবার পর্যন্ত ভিসা সেকশন বন্ধ থাকবে।
তিনি ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, পাকিস্তান দূতাবাস থেকে প্রতিদিন অন্তত দেড় হাজার ভিসা ইস্যু করা হয়।
এর আগে, গতকাল রোববার আফগান রাষ্ট্রদূতকে তলব করে পাকিস্তান দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার বিষয়ে মারাত্মক উদ্বেগ উৎকণ্ঠার কথা জানিয়েছে ইসলামাবাদ। পাক পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে কর্মরত পাকিস্তানি কূটনীতিকদেরকে নাজেহাল করা হচ্ছে। সম্প্রতি পাক-আফগান সীমান্তে দু'দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা দেখা দিয়েছে।
আই.এ/