হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন, গাজায় হামলা চালিয়ে নিরপরাধ মানুষকে হত্যার পরিণতি ইসরাইলের জন্য বুমেরাং হবে। ফিলিস্তিনি জাতির রক্ত অত্যন্ত মূল্যবান এবং কেউ সে রক্তের অপচয় করুক সে অনুমতি আমরা দেব না।’ শনিবার (২ নভেম্বর) এক ভাষণে তিনি এসব কথা বলেন। গাজায় আবার হামলা চালালে এর পরিণতির দায় তেল আবিবকে বহন করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার (১ নভেম্বর) ইসরাইলি জঙ্গিবিমান অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনিস শহর ও এর আশপাশের কিছু এলাকায় হামলা চালায়। গাজা-ইসরাইল সীমান্তে ইহুদিবাদী সেনাদের হামলায় বহু ফিলিস্তিনি আহত হওয়ার কয়েক ঘণ্টা পর ওই বিমান হামলা চালানো হয়।
গাজার হাসপাতাল সূত্র জানিয়েছে, উত্যকার দক্ষিণ প্রান্তের একটি ছোট বাড়িতে ইসরাইলি বিকমান হামলায় ২৭ বছর বয়সি এক বেসামরিক ফিলিস্তিনি নিহত ও অপর দু’জন আহত হন। কুদস দখল ইসরাইলি সেনারা দাবি করেছে, গাজা থেকে অধিকৃত ফিলিস্তিনে (ইসরাইলে) ১০টি রকেট হামলার জবাবে তারা অবরুদ্ধ ওই উপত্যকায় বিমান হামলা চালিয়েছে।
দখলদার ইহুদিবাদী সরকার ২০০৭ সাল থেকে গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। এর ফলে সেখানকার অন্তত ১৫ লাখ ফিলিস্তিনি মানবেতর জীবনযাপন করছেন। এই অবরোধ প্রত্যাহারের দাবিতে ২০১৮ সালের ৩০ মার্চ থেকে প্রতি শুক্রবার উপত্যকার ফিলিস্তিনি জনগণ ইসরাইলের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ জানিয়ে আসছেন।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস