
আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ সৈন্য। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, মালি পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র। এর রাজধানীর নাম বামাকো। পশ্চিম আফ্রিকার এই বড় দেশটির উত্তরে প্রায় অর্ধেক জুড়ে রয়েছে সাহারা মরুভূমি। দেশের বাকি অংশ জুড়ে রয়েছে সবুজ তৃণভূমি। গরিব কৃষি ভিত্তিক দেশটিতে বিভিন্ন সময়ে খরায় বহু মানুষ ও প্রাণীর মৃত্যু হয়েছে। দেশের অধিকাংশ মানুষ কৃষ্ণকায় আফ্রিকি, তাদের বাস গ্রামাঞ্চলে, জীবিকা কৃষিকাজ ও পশুপালন। মালিতে বহু খনিজ পদার্থ থাকলেও তার ব্যবহার খুব অল্প।