
স্বেচ্ছায় নিজদেশে ফিরে গেছে ৪১৪ জন রোহিঙ্গা। শুক্রবার (১ নভেম্বর) ঢাকার মিয়ানমার দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মিয়ানমার দূতাবাসের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, শুক্রবার (১ নভেম্বর ) রাখাইনে ১৭ জন রোহিঙ্গা ফিরে গেছেন। রাখাইনের টং পিয়ো লেটো রিসিপশন সেন্টারে তাদের স্বাগত জানিয়েছে মিয়ানমার। এছাড়া ৩১ অক্টোবর ৪৬ জন রোহিঙ্গা রাখাইনে ফিরে গেছে বলে দেশটির দাবি।
এদিকে রোহিঙ্গাদের ফিরে যাওয়া দাবির বিষয়ে বাংলাদেশ বা জাতিসংঘ এখনও অবহিত নয়। কীভাবে এসব রোহিঙ্গারা সেখানে যাচ্ছেন, বাংলাদেশের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।
সে কারণে মিয়ানমারের দাবি নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন জানিয়েছিলেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার জন্য মিয়ানমার যে দাবি করেছে, সেটা যাচাই-বাছাই করে গণমাধ্যমকে জানানো হবে।
আই.এ/পাবলিক ভয়েস