উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন’ এর ‘সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান ও করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও ইসলামী মহাসম্মেলন। সকাল ১০টায় স্বাগত বক্তব্যের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন আজকের সম্মেলন বাস্তবায়ক কমিটির আহ্বায়ক নন্দিত মোফাচ্ছির, সুবক্তা, লেখক ও সম্পাদক মুফতী হাবিবুর রহমান মিছবাহ।
[caption id="attachment_55486" align="aligncenter" width="570"] উদ্বোধনী বক্তব্য দিচ্ছেন মুফতী হাবিবুর রহমান মিছবাহ[/caption]
উদ্বোধনী বক্তব্যের পর পরই বক্তব্য দেন নন্দিত মোফাচ্ছেরে কোরআন, সুবক্তা, বিশিষ্ট আলেমে দীন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী। সম্মেলনে সভাপতিত্ব করছেন শায়খুল হাদিস আল্লামা ফজলুর রহমান। মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক, সাহিত্যিক, আলেম, সমাজকর্মী এবং ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন’ এর সদস্য ও অন্যান্য অতিথিরা।
আজকের এই দিনব্যাপী আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাতে ইসলামী সম্মেলনে আলোচনা করবেন দেশের প্রখ্যাত ওয়ায়েজ ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। এতে ইসলামী সংগীত পরিবেশন করছেন জাতীয় সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ এর শিল্পীরা।
[caption id="attachment_55495" align="aligncenter" width="570"] উপস্থিত দর্শক-শ্রোতা[/caption]
এতে প্রধান মেহমান হিসেবে আছেন, যাত্রাবাড়ি জামিয়া মাদানিয়া মাদরাসার মহাপরিচালক মুহিউসসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এবং প্রধান অতিথি হিসেবে রয়েছেন, দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী। এছাড়াও উপস্থিত থাকবেন দেশ বরেণ্য আলেম, লেখক, শিক্ষাবিদ, সাংবাদিক, গবেষক, সমাজকর্মী, সংগঠকগণ।
সেমিনারে দেশ সেরা শীর্ষ বুজুর্গ ওলামা-শিক্ষাবিদগণ ‘সামাজিক সেবায় ওলামায়ে কেরামের অবদান’ উল্লেখ্য পূর্বক করণীয় সম্পর্কে বিশদ বিবরণ তুলে ধরবেন। এছাড়াও শীর্ষ আলেম-শিক্ষাবিদদের তত্ত্ববধানে আয়োজক সংগঠন ‘ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন’ এর কমিটি গঠন, লক্ষ্য-উদ্দেশ্য, কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানা গেছে।
/এসএস