
শিশু রোগীর মাকে ধর্ষণ করতে গিয়ে পুরুষ রোগী আটক। কুমিল্লার লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে ভর্তি হওয়া এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আমজাদ হোসেন (২৮) নামের এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। বুধবার তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক যুবক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরের ফিরোজ মিয়ার ছেলে। জানা গেছে, লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকার ওই গৃহিণী (৩০) তার অসুস্থ শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হন।
মঙ্গলবার রাতে ৩ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। গভীর রাতে পাশের পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা আমজাদ হোসেন নামের ওই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় গৃহিণীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে।
এরপর লাকসাম থানা পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে লাকসাম থানার ওসি মো. নিজাম উদ্দিন বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে কুমিল্লার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আই.এ/পাবলিক ভয়েস