
ইসমাঈল আযহার: প্রধানমন্ত্রী ইমরান খান সরকারের পতন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এ মুহুর্তে আলোচনায় রয়েছেন পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান।
মাওলানা ফজলুর রহমান বলেছেন, ‘আজাদি মার্চ’ পাকিস্তানের প্রতিটি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর। বুধবার (৩০ অক্টোবর) লাহোরের আজাদী মার্চের বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ।
ফজলুর রহমান বলেন, ‘আজাদি মার্চ সমাজের সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব করে। এবং এরা সকলেই আজাদি মার্চের মাধ্যমে তাদের আশা পুরণ হওয়ার স্বপ্ন দেখে। আজাদি মার্চ এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে মন্তব্য করেছেন তিনি।’
এ সময় তিনি, নওয়াজ শরীফ এবং পিপিপি-র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির সুস্থতার জন্য দোয়া করেন। এবং তাদের মুক্তির আশা ব্যক্ত করে বলেন, ‘আমরা তাদের জনগণের মধ্যে থাকতে দেখতে চাই।’
তিনি আরও বলেন, ‘এই নাটকটি থামতে হবে। এই দেশে এ জাতীয় নাটকের আর কোনও অবকাশ নেই।’ তিনি তার দলের কর্মীদেরও প্রশংসা করে বলেছেন, ‘তারা প্রমাণ করেছেন যে তারা শান্তিপূর্ণ।’
ডন অনলাইন থেকে যখন এই অনুবাদটি করা হয় তখনও চলছে আজাদি মার্চের কার্যক্রম। গণমাধ্যমটি লাইভ খবর প্রচার করছে।
পাকিস্তানি প্রভাবশালী গণমাধ্যম ডন অনলাইন থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/