
ইসমাঈল আযহার: স্থানীয় নির্বাচনে একসময় সুদূর প্রার্থী হয়ে দাঁড়িয়ে থাকা ৪৬ বছর বয়সী এক ব্যক্তি। দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের একটি মসজিদে গুলি চালিয়ে দু'জন আহত ও হামলা চালানোর অভিযোগে ওই খ্রিষ্টান বন্দুকধারী গ্রেফতার করা হয়েছে।
আহত ওই দুই ব্যক্তি গুরুত্বর অবস্থায় হাসপাতালে আছে। স্থানীয় সময় সোমবার বিকেলে (২৮ অক্টোবর) এ ঘটানা ঘটে বলে জানিয়েছে বিট্রেন বিত্তিক বার্তা সংস্থা দ্য গার্ডিয়ান।
পুলিশের বরাত দিয়ে দ্যা গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এক ব্যক্তি মসজিদের দরজায় আগুন দেওয়ার চেষ্টা করেছিল। এসময় তাকে গুলি চালিয়ে যান। পালানোর আগে ওই সন্ত্রাসী একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে ১০ মাইল দূরে ল্যান্ডেসে তার বাড়ির কাছাকাছি ধরে গ্রেফতার করা হয়। আহত দুই ব্যক্তি মসজিদে নামাজরত ছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিট্রেন বিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান থেকে ইসমাঈল আযহারের অনুবাদ
আই.এ/