
কক্সবাজার জেলা প্রতিনিধি: ঘুষ গ্রহণের অভিযোগে কক্সবাজারের মহেশখালী ভূমি অফিসের আবদুর রহমান নামের এক সদস্যকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম। দুদক চট্টগ্রাম-২ এর কর্মকর্তা গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) বিকাল ৪টার দিকে মহেশখালী ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। এসময় ওই কানুনগোর ব্যাগে সংরক্ষিত নগদ ২ লাখ টাকা উদ্ধার করা হয়। আটকৃত কানুনগো দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত কানুনগোর হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক মাহবুবুল আলম ও সহকারি পরিচালক হুমায়ুন কবিরের নেতৃত্বে দুদকের একটিদল সু-নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মহেশখালী ভূমি অফিসে অভিযান পরিচালনা করেন। এসময় ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো আব্দুর রহমান প্রকাশ্যে অফিসের চেয়ারে বসে নামজারি ও খতিয়ান সহ ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম থেকে ঘুষ নিচ্ছিলেন।
এসময় হাতেনাতে ধরা পড়লে গ্রেফতার করা হয়। পরে তল্লাশী চালিয়ে তার ব্যাগ থেকে ঘুম গ্রহনের নগদ দুই লাখ টাকা জব্দ করা হয়। এ ব্যাপারে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছে।
আই.এ/