উবায়দুর রহমান খান নদভী
লেখক-সম্পাদক, দার্শনিক আলেম,
বহুভাষা, ইতিহাস, রাষ্ট্র ও সমাজতত্ত্ববিদ।
পাবলিক ভয়েস : বাংলাদেশে ইসলামের বিজয়ের লক্ষ্যে একটি ঐক্যপ্রক্রিয়া এভাবে চলতে পারে। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে পাঁচ বছর পর অনুষ্ঠিতব্য দ্বাদশ সংসদে সারা দেশকে সামনে রেখে ইসলামপন্থী নেতৃবৃন্দ ও উলামায়ে কেরামের সমন্বিত চিন্তার মাধ্যমে, তারা সব অনৈক্য দূর করে একটি ইমারতের আওতায় শূরায়ী পদ্ধতি অবলম্বনে সুযোগ্য উলামায়ে কেরাম ও নানা শ্রেণি ও পেশার বাছাইকৃত বিশেষজ্ঞদের সমন্বয়ে সংসদ নির্বাচনে সম্মিলিতভাবে একক প্রার্থী দিয়ে অন্যদের সঙ্গে লড়তে পারেন।
যাদের প্রচলিত পদ্ধতি বর্জন করে নিখুঁত ও অবিমিশ্র সুন্নাহর পদ্ধতি পালনই উদ্দেশ্য। তাদের শান ভিন্ন। তাদের মতের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে ভিন্ন ইজতেহাদ অবলম্বনকারী ওলামায়ে কেরামের চিন্তার সুবিধার্থে নতুন এ বিষয়টিও আরজ করছি।
বর্তমান সময়ে যেহেতু এটিই স্বীকৃত পদ্ধতি, সুতরাং এ পথেই তারা ছোট এই দেশটির শাসনে অংশীদার। এরপর ক্রমান্বয়ে নিয়ন্ত্রক হতে পারেন। বিশ্বব্যাপী খেলাফত কায়েমের পরিবেশ পরিস্থিতি তৈরির আগ পর্যন্ত নিজেদের ভূখণ্ডটি নববী পদ্ধতিতে শাসনের একটি ফরীযা বা গুরুদায়িত্ব উলামায়ে কেরাম এভাবেই আঞ্জাম দিতে পারেন।
বহুধা বিভক্ত নেজামে ইসলাম, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, জমিয়তে উলামা ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ নিজেদের অন্যান্য সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে দেশের আকাবীর উলামার পরামর্শে এ নিয়মতান্ত্রিক বিপ্লবটি সাধিত করতে পারেন খুব সহজেই।
সংশ্লিষ্টরা ভেবে দেখবেন কি?
বাংলাদেশ শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশ। যদিও দীনি শিক্ষার অভাবে এ দেশের নেতৃত্ব ইসলামী ব্যবস্থার সাথে পরিচিত নয়। ইসলামপন্থীরাও সুন্নাহর আসল স্বরূপ নিয়ে অগ্রসর নয়। উলামায়ে কেরাম অনেকেই ইলম থাকা সত্ত্বেও রাষ্ট্র ও সমাজের ব্যাপারে সচেতন নন। যারা সচেতন আছেন, পরিবেশগত কারণে তাদের অনেকেই রাজনীতিতে আসতে চান না। তা ছাড়া রাজনীতির ধারণাও এ দেশে ভ্রান্তিতে পূর্ণ।
দীনি বা নববী সিয়াসত আর প্রচলিত রাজনীতি যেহেতু এক নয়, সুতরাং অসংখ্য উলামায়ে কেরাম রাজনীতি-সচেতন ও যোগ্য হওয়া সত্ত্বেও প্রচলিত রাজনীতিতে আসেন না। অজ্ঞ লোকেরা তাদের অরাজনৈতিক মনে করলেও আসলে তারা একটি ব্যাপক গভীর ও অর্থবহ রাজনীতিতেই আছেন। এটিই শরিয়তী রাজনীতি। সুতরাং কোনো আহলে ইলম রাজনীতি করেন না, এটা আমি বিশ্বাস করি না।
চলবে...
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন আগামীকাল এই সময় পর্যন্ত