
নাহিদুজ্জামান, বেরোবি প্রতিনিধি: চল জি ভাই এক হই, এই স্লোগানের আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে ।
শনিবার (২৬ অক্টোবর) এ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো: জিকেম আলী ।
এছাড়াও নতুন কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আসাদ খান, রনি আহমেদ, শামিমা জাহান,আব্দুল করিম, মাকসুদুল আলম। যুগ্ন-সাধারণ সম্পাদক- মুনতাসির মারুফ, নেওয়াজ শরীফ, ইসমাইল হোসেন, আশরাফুল ইসলাম, নাসিম, উম্মে কাশফি মাকুল। সাংগঠনিক সম্পাদক জোবেদা খাতুন নিপা, রুবেল হোসেন, মিনহাজুল আবেদনী। কোষাধ্যক্ষ- আব্দুর রহমান। দপ্তর সম্পাদক- শামিউল রেজা রিমন। প্রচার সম্পাদক- সাকিল আহমেদ। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মো. নাহিদুজ্জামান নাহিদ, রিফাত মাসুমা। ক্রিয়া বিষয়ক সম্পাদক- আব্দুর রাকিব। আপ্যায়ন বিষয়ক সম্পাদক- নিশাত জাহান এবং কার্যকরী সদস্য: ওবাইদুল, সুজন আলি, সুমাইয়া খাতুন, সামিম হোসেন, আবু শাহরিয়ার ওলি, শিমুল আলি, অপুর্ব দত্ত, তানিয়া খাতুন, নাহিদ হোসেন, সুরেশ কুমার প্রমুখ।
সাবেক সভাপতি- মোতাহার আলি ও সাধারণ সম্পাদক- আরিফুল ইসলাম আরিফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, চল জি ভাই এক হই, এর আলোকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদকে ক্যাম্পাসে একটি সুপ্রতিষ্ঠিত ছাত্রকল্যাণ সমিতি হিসেবে প্রতিষ্ঠা করতে চাই এবং আমাদের জেলার প্রতিটি সদস্যকে আগলে রেখে সক্রিয় ভাবে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
নবনির্বাচিত সভাপতি বলেন, আমরা সবসময় আমাদের ছাত্রকল্যাণ পরিষদের পাশে থেকে একসাথে নিজের পরিবারের মত কাজ করে অগ্রসর হবো । যদিও বেরোবিতে আমাদের জেলা ছাত্রকল্যাণ পরিষদ ছোট তবে এই ছোট পরিষদকে ক্যাম্পাসের একটি আদর্শ পরিষদ হিসাবে পথ চলার প্রত্যয়ে আমরা আশাবাদী।
আই.এ/পাবলিক ভয়েস