
বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মেয়েরা নিজেদের আপন বাসা হিসেবে মেনে নেয় তারই প্রমাণ মিলল এবার। গত বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলের এক আবাসিক শিক্ষার্থীর গায়ে হলুদের অনুষ্ঠান হলেই উদযাপন করেন শিক্ষার্থীরা।
রংপুরের মেয়ে আফরিন আরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদভু্ক্ত পেইন্টিং ডিপার্টমেন্টের ২০১২-১৩ সেশনের ছাত্রী। ঢাকার ছেলে হাসনাত সৌরভও উক্ত বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১১-১২ সেশনের ছাত্র।
দু'জনে ক্যাম্পাসে প্যারিস রোডের অধ্যায় শেষ করলেন সফল ভাবেই। এরপর হাসনাত ভাইয়ের চাকরির খবর আফরিন আপুর কানে পৌঁছে দিতেই, দুই পরিবারের কানে তাদের সম্পর্কের কথা পৌঁছাতে আর সময় লাগেনি।
বাকি ফরমালিটিটুকু দুই পরিবারের সদস্যরাই সম্পন্ন করেছেন পরিবার হতে নভেম্বরে বিয়ের দিন তারিখ ঠিক করা হলেও কনের নিজের ইচ্ছেতেই এতদিনের হল জীবনের বান্ধবীগুলোর (এখন বান্ধবী বললে ভুল হবে, এতদিন একসাথে থাকার পর একেক জন বোনে রুপান্তরিত হয়) সাথে নিজের হলুদ সন্ধ্যা পালনের সিদ্ধান্ত নেন। তারই ফলশ্রুতি হিসেবে গত পরশু সন্ধ্যায় তাপসী রাবেয়া হলের এই উৎসবমূখর পরিবেশ তৈরি হয়।
নিজের মেয়ের মতো আগলে রাখা হল প্রভোস্ট ম্যামের হলুদ লাগানোর মধ্য দিয়েই হলুদ সন্ধ্যাটি শুরু হয় । প্রযুক্তির এই যুগে দুই পরিবারের সদস্যরা এবং হাসনাত ভাইয়া সার্বক্ষণিক যুক্ত ছিলো ভিডিও কলের মাধ্যমে।
আই.এ/