
সামাজিক যোগাযোগ মাধ্যমের ভুল তথ্যে বিভ্রান্ত না হওয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করতে হবে, যাতে ভবিষ্যতে ভোলার মতো ঘটনা না ঘটে।
শনিবার রাজারবাগ পুলিশ লাইনসে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে পুলিশের নেতিবাচক বিষয় এবং অন্যায় বিচ্যুতির বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের জানাতে নাগরিকদের প্রতি পরামর্শ দেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। মহানগরের প্রতিটি নাগরিকদের সাথে সদাচারনের জন্য পুলিশ বাহিনীকে পরামর্শও দেন তিনি।
তিনি বলেন, পুলিশ এককভাবে নয়, সবাইকে সাথে নিয়ে আইনশৃংখলা রক্ষায়, জঙ্গিদমন, মাদক নির্মূলে কাজ করবে।
এদিকে শনিবার সকালে রাজধানীর ফার্মগেটের আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে আয়োজিত অপর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যকে সামনে রেখেই কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব দরবারে এমন একটি পর্যায়ে নিয়ে গেছেন, শুধু আমরাই নয়, পুরো বিশ্ব বিস্মিত হয়ে গেছে।
আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ‘আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে বাসবে ভালো’ উল্লেখ্য করে আসাদুজ্জামান খান কামাল বলেন, শিশুরা অবশ্যই আলোকিত ও শান্তির বিশ্ব গড়ে তুলবে। আমরা সেই দৃশ্য দেখতে চাই।
/এসএস