
শরীয়তপুর জেলাকে ঢাকা বিভাগ থেকে বাদ দিয়ে নবঘোষিত পদ্মা বিভাগে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ১১ টায় শরীয়তপুরবাসীর ব্যানারে ঢাকাস্থ শরীয়তপুরবাসীরা মানববন্ধন করে। এতে বক্তারা পদ্মা বিভাগকে স্বাগত জানিয়ে শরীয়তপুর জেলার অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেন।
বক্তারা বলেন, শরীয়তপুর থেকে ফরিদপুরের দূরত্বের তুলনায় ঢাকা আমাদের খুবই নিকটে। তা ছাড়া ফরিদপুর যেতে আমাদের ৫/৬ ঘন্টা সময় প্রয়োজন অপরপক্ষে ঢাকা যেতে সময় লাগে মাত্র ২-৩ ঘন্টা যা পদ্মা সেতু হলে আরও অনেকটা কমে আসবে। তাই আমরা ঢাকায় আছি, ঢাকায়ই থাকবো।
বক্তারা বলেন, ফরিদপুর আমাদের জেলার ৯৯% লোক ভালোভাবে চিনে না বা যায়নি কখনোই। ফরিদপুরে না আছে আমাদের আত্মীয়-স্বজন, না আছে কেউ পরিচিত কেউ। ফরিদপুর সম্পর্কে ধারণা না থাকার কারনে সেখানে গিয়ে কোনো একটা কাজ করতে অনেক সমস্যা হবে, সেখানে গিয়ে একটা রাত যাপন করার মতো কোনোরকম ব্যবস্থা পর্যন্ত নেই আমাদের।
অপরপক্ষে আমাদের জেলার ১০০% মানুষ ঢাকার প্রত্যেকটা অলিগলির সাথে পরিচিত, এখানে,আমাদের সবারই দুই/চারজন পরিচিত আত্মীয় স্বজনরা ঢাকায় থাকে যাদের কাছে আমরা আশ্রয় পাই। এতে আমারা যেকোন কাজ খুব সহজেই করতে পারি।তাই- ‘দাবি মোদের একটাই, ঢাকা বিভাগে থাকতে চাই’।
বক্তারা প্রধানমন্ত্রীর কাছে এই অযৌক্তিক সিদ্ধান্ত দ্রুত বাতিলের অনুরোধ করে বলেন, যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। আমাদের দাবি আদায়ে যা করা লাগে আমরা তাই করবো ইনশাআল্লাহ, যেকোনো মূল্যে আমাদের দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ্।
এই অযৌক্তিক সিদ্ধান্ত দ্রুত বাতিলের দাবি করে মানববন্ধন শেষ হয়। এতে শরীয়তপুর জেলার ঢাকাস্থ সকল মানুষ দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ছাত্র, শিক্ষক, চাকুরীজীবী, মালিক-শ্রমিকসহ সকল পেশার জনগণ উপস্থিত হয়।
উল্লেখ্য ঢাকা বিভাগকে ভাগ করে শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর , গোপালগঞ্জ ও রাজবাড়ী নিয়ে সরকার পদ্মা বিভাগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
/এসএস