
সীমান্তের দুই পক্ষের গোলাগুলিতে প্রাণহানির ঘটনার পর নিয়ন্ত্রণ রেখার কাছে ট্যাংক মোতায়েন করছে পাকিস্তান। ‘কাশ্মীর ইস্যু নিয়ে পাক-ভারত উত্তপ্ত পরিস্থিতিতে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে সীমান্তে একের পর এক ট্যাংক পাঠাচ্ছে’ এমন অভিযোগ করছে ভারত।
সামরিক সূত্রের বরাতে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিন এর খবরে এ কথা বলা হয়েছে। সংবাদ মাধ্যমটির দাবি করছে, ট্যাংক পাঠানোর পাশাপাশি একই সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর ১০০ কমান্ডো মোতায়েন করেছে দেশটি।
ভারতীয় কর্তৃপক্ষের বরাতে নিউজ এইটিন বলছে, খুব শীঘ্রই ভারতে বড়স ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছে পাকিস্তান সেনাবাহিনী। এদিকে ভারতীয় সেনাপ্রধান বলেছেন, কোনো রকম হামলা চালালে উপযুক্ত জবাব পাবে পাকিস্তান।
চলমান কাশ্মীর দ্বন্ধ নিয়ে কিছুদিন শান্ত থাকার পর চলতি সপ্তাহে নিয়ন্ত্রণরেখায় দু’দেশের সেনাদের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত-পাকিস্তান।
রোববার দুই পক্ষের গোলাগুলিতে প্রায় ডজনখানেক প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিপক্ষের গুলিতে উভয়পক্ষই নিজেদের সেনাসহ বেসামরিক নাগরিক নিহতের দাবি করেছে।
ভারতীয় কর্তৃপক্ষের দাবি, পাকিস্তাননিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর থেকে রোববার সকালে জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি বাহিনীর হামলায় ভারতীয় সেনাবাহিনীর দুই সদস্য ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাক গণমাধ্যম ডন জানিয়েছে, নিয়ন্ত্রণরেখায় ভারতীয় বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে পাকিস্তানের এক সেনাসদস্য ও ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ২০১৯ সালে একদিনে ভারতীয় বাহিনীর হামলায় এটিই সর্বোচ্চ প্রাণহানি। এ ঘটনায় আহত হয়েছে আরও নয়জন।
/এসএস