ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কান্দাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। হত্যার ঘটনা রোববার ঘটলেও আজ সোমবার তা স্বীকার করেছে নিহতের পরিবার।
জানা যায়, নিহত শ্রীকান্ত রায় (২৮) হরিপুর উপজেলার আমগাঁও কালচা গ্রামের খেলুরামের ছেলে। রোববার সন্ধ্যা ৬টার সময় এ ঘটনা ঘটে। তবে আজ সোমবার নিহতের পরিবারের লোকজন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
মৃত্যুর খবর নিশ্চিত করে শ্রীকান্তের ভাই কালুকান্ত জানান, রোবববার সন্ধ্যার সময় ভারতের পাঞ্জাবে ইট ভাটায় কাজ করার উদ্দেশ্যে কান্দাল সীমান্ত দিয়ে ভারতের খোচাবাড়ী ক্যাম্পের সন্নিকটে পৌঁছালে বিএসএফ তাকে উদ্দেশ্যে করে গুলি করে। এতে নিহত হয় শ্রীকান্ত।
কালুকান্ত বলেন, সারারাত শ্রীকান্তের মরদেহ সীমান্তে পড়ে ছিল। সকালে খোচাবাড়ী সীমান্তের বিএসএফ সদস্যরা লাশ তুলে নিয়ে গেছে। আমরা সকাল থেকে বিজিবির মাধ্যমে বিএসএফের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। এখন (সোমবার দুপুর) পর্যন্ত বিএসএফের পক্ষ থেকে কোনো পত্র কিংবা জবাব দেয়নি।
হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পাভেল সরকার মুঠোফোনে বলেন, নিহতের পরিবারের লোকজন বিষয়টি জানানোর পর আমি কান্দাল বিজিবি ক্যাম্পে গিয়েছিলাম। বিজিবির সদস্যরা ঘটনা সম্পর্কে পরিস্কার কিছু জানাতে পারেনি।
এ বিষয়য়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
/এসএস