
ইসমাঈল আযহার
পাবলিক ভয়েস
ভোলার বোরহানুদ্দীনে মহানবী হযরত মুহাম্মদ (স.)কে নিয়ে কটূক্তিকারীর শাস্তি ও ঘাতকদের ফাঁসির দাবিতে সোমবার (২১ অক্টোবর) কালো পতাকা মানববন্ধন কর্মসূচি পালন করেছে কওমী প্রজন্ম।
সকাল ১০টায় প্রখ্যাত ওয়ায়েজ ও লেখক, মুফতী হাবিবুর রহমান মিছবাহর সভাপতিত্বে ও এইচএম আবু বকরের সঞ্চালনায় জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের উত্তর গেটে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভে বক্তারা প্রশাসনের যেসব সদস্যরা কওমী ছাত্রদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের বিচারের আওতায় আনা এবং নিহতদের পরিবারকে সহয়তা করার দাবি জানান। পাশাপাশি আহদের উন্নত চিকিৎসারও দাবি জানিয়েছেন বক্তারা।
বক্তারা বলেন, এর আগেও দেশে মহানবীকে নিয়ে কটূক্তি করা হয়েছে কিন্তু তার কোনো বিচার করা হয়নি। আর প্রতিবাদ নয় এখন থেকে দেশের তাওহিদি জনতা প্রতিরোধ করবে। অবিলেম্বে মহানবীকে (স.) নিয়ে কটূক্তি করলে সর্বোচ্চ শাস্তি ফাঁসির আইন করার দাবি জানান বক্তারা।
এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য দিয়েছেন, মুফতী সামসুদ্দোহা আশরাফী, মুফতী আব্দুর রহমান কোব্বাদী, এম শামসুদদোহা তালুকদার, মাওলানা জিয়াউল আশরাফ, মাওলানা সিরাজুল ইসলাম আকন, মুফতী রেজাউল করীম আবরার, বিশিষ্ট লেখক জহির উদ্দন বাবর, মুফতী সালাউদ্দিন মাসউদ, আলমগীর হোসাইন, মঈনুদ্দীন খান তানভীর, মোহাম্মাদ সোলাইমান প্রমুখ।
আই.এ /এসএস/পাবলিকভয়েস