পাবলিক ভয়েস : প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি করে ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও মন্তব্য করার অভিযোগে মো. তোফাজ্জল হোসেন হেলাল (৪০) নামে এক যুবককে আটক করেছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর সদস্যরা।
আজ
বু্ধবার (৯ জানুয়ারি) ভোরে নগরের চান্দগাঁও
থানাধীন বলিরহাট এলাকা থেকে তাকে
আটক করা হয়।
আটক মো. তোফাজ্জল হোসেন
হেলাল ভোলা জেলার দৌলতখান
এলাকার মো. নাজির আহমেদ
এর ছেলে।
র্যাব-৭ এর সহকারী
পু্লিশ সুপার মো. মাশকুর
রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ
হাসিনাকে নিয়ে কটূক্তি করে
ফেসবুকে মানহানিকর ছবি প্রকাশ ও
মন্তব্য করার অভিযোগে ওই
যুবককে আটক করা হয়েছে।’
তিনি
বলেন, ‘মেজর মেহেদি হাসানের
নেতৃত্বে আজ বুধবার ভোর সাড়ে
৫টার দিকে অভিযান চালিয়ে
বলিরহাট এলাকা থেকে তোফাজ্জল
হোসেন হেলালকে আটক করা হয়। ওই
ব্যক্তির মোবাইল ফোন জব্দ
করা হয়েছে। তিনি
দীর্ঘদিন ধরে ফেসবুকে প্রধানমন্ত্রীর
ছবি বিকৃত করে প্রকাশ
করছিলেন।’