
রাজনৈতিক আনুগত্য না দেখে সুপ্রিমকোর্টে যোগ্য বিচারক নিয়োগের দাবি করেছেন সুপ্রিমকোর্ট বারের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন।
সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ আদালতে বিচারক নিয়োগের কথা শোনা যাচ্ছে জানিয়ে, এই নিয়োগে দুর্নীতিবাজ ও অযোগ্য কাউকে যেন নিয়োগ না দেয় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান ব্যারিস্টার মাহবুব।
আজ বৃহস্পতিবার দুপুরে সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ব্যারিস্টার মাহবুব। এসময় বিএনপিপন্থী সিনিয়র আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এসময় বিচারক নিয়োগের কোনো নির্দিষ্ট নীতিমালা না থাকায় নির্দিষ্ট নীতিমালা তৈরীর দাবি জানান আইনজীবীরা। পাশাপাশি হাইকোর্টের ৩ বিচারপতির বিরুদ্ধে চলমান তদন্তের কথা উল্লেখ করে নিয়োগের আগেই বিচারকদের যোগ্যতা ও সততা তদন্তের দাবি জানান তারা।
এদিকে একই স্থানে পাল্টা সংবাদ সম্মেলন করেন বারের সভাপতি এ এম আমিন উদ্দীন। এ সময় সঠিক পদ্ধতিতেই বিচারক নিয়োগ প্রক্রিয়া চলছে বলে দবি করেন তিনি।
/এসএস