বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বাংলাদেশ দলের জার্সি উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখে হাসিনা। আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন বাংলাদেশে সফররত ফিফা সভাপতি ইনফান্তিনো।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নাম সম্বলিত বাংলাদেশ ফুটবল দলের ১০ নম্বর জার্সি উপহার দেন। জার্সির পিঠে (পিছনে) ফিফা সভাপতির নাম লেখা রেয়েছে। এছাড়াও অন্য আরেকটি জার্সিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লেখা হয়েছে। যা ফিফা সভাপতির হাত থেকে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুুফে সভাপতি কাজী সালাউদ্দিন এসময় উপস্থিত ছিলেন।
আজ বৃহস্পতিবার ভোরে মাত্র ১৫ ঘন্টার এক ঝটিকা সফরে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বৃহস্পতিবার ভোরে শাহজালাল বিমানবন্দরে তিনি অবতরণ করেন। বিমানবন্দরে সবাইকে শুভ সকাল জানিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন ইনফান্তিনো।
[caption id="attachment_53628" align="aligncenter" width="570"] ইনফান্তিনো, শেখ হাসিনা, কাজী সালাউদ্দিন[/caption]
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার এ প্রধান চার সঙ্গী নিয়ে কিছু কর্মসূচিতে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত ছাড়াও দুপুর ১২টায় মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে অবস্থান করেন ফিফা সভাপতি। এ উপলক্ষে বাফুফে ভবন সেজে উঠেছে নতুন সাজে। ভবন চত্বরে লনের ঘাস কেটে সুন্দর করা হয়েছে। ফিফা সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে তাঁর প্রতিকৃতি লাগানো হয়েছে ভবনে। বিশ্ব ফুটবলের এই শীর্ষ কর্মকর্তাকে উষ্ণ অভিনন্দন জানাতে চেষ্টার কোনো কমতি রাখছে না বাফুফে।
এসময় ফিফা সভাপতিকে দেশীয় জামদানি শাড়ি উপহার দেয় বাফুফে। তার সফরসঙ্গীদের দেওয়া হয় দেশে তৈরি টেবিল ম্যাট।
এছাড়াও বেলা ২টা ২০ মিনিটে সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। সেখান ৩টায় হোটেল থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। বিকেল পাঁচটায় লাওসের উদ্দেশে যাত্রা করবেন।
কোনো ফিফা সভাপতির এটি চতুর্থ বাংলাদেশ সফর। ১৯৮০ সালে প্রথমবার এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। ২০০৬ ও ২০১২ সালে দুবার আসেন সেপ ব্ল্যাটার। ২০১৬ সালের ২৬ ফেব্রুয়ারি ফিফা সভাপতি হন ইনফান্তিনো, এ বছরের ৫ জুন পুনর্নির্বাচিত হন। ফিফা সভাপতি হওয়ার ৪৪ মাস পর এই প্রথম ইনফান্তিনো বাংলাদেশে এসেছেন। এশিয়া সফরের অংশ হিসেবেই তাঁর ঢাকায় আসা। এসেছেন মঙ্গোলিয়া থেকে। সঙ্গী রয়েছেন ফিফার ডেপুটি সেক্রেটারি জেনারেল (ফুটবল) ম্যাটিয়াস গ্রাফসস্ট্রম, চিফ অব কমিউনিকেশনস অনোফ্রি কস্তা, ডিরেক্টর অব মেম্বার অ্যাসোসিয়েশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া এবং প্রেসিডেন্টস অফিস ম্যানেজার ফেদেরিকো রিভিগলিওন।
/এসএস