
প্রধানমন্ত্রীর কার্যালয়ের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রধানমন্ত্রীর তেজগাঁওয়ের কার্যালয় দুটি পদে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়কেই নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের যেকোনো জেলার নাগরিক আবেদন করতে পারবে।
পদের নাম: গাড়িচালক ও অফিস সহায়ক।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মাধ্যমিক ও অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। ড্রাইভিং পদের জন্য প্রার্থীর তিন বছরের পূর্ব অভিজ্ঞতা ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী
গাড়িচালক পদের জন্য বেতন ৯৭০০-২৩৪৯০ টাকা এবং
অফিস সহায়ক পদের জন্য বেতন ৮২৫০-২০০১০ টাকা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত নিম্নোক্ত ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।
ঠিকানা: পরিচালক (প্রশাসন), প্রধানমন্ত্রীর কার্যালয়, পুরাতন সংসদ ভবন, তেজগাঁও, ঢাকা-১২১৫।
আবেদনের সময়সীমা: আবেদন পাঠানো যাবে আগামী ৩১ অক্টোবর, ২০১৯ পর্যন্ত।
/এসএস