
আগামীকাল বুধবার (১৬ অক্টোবর) সন্ত্রাসের বিরুদ্ধে গণ শপথের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আন্দোলন শেষ করবে বলে জানিয়েছে আবরার হত্যাকাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর এ ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এদিকে আবরার হত্যার প্রতিবাদে বুয়েটের চলমান মাঠ আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বৈঠক শেষে এই ঘোষণা দেয় তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানায়, মাঠ পর্যায়ের আন্দোলন স্থগিত করা হলেও আবরার হত্যার তদন্ত ও বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করবে তারা। এছাড়াও হত্যাকারী চিহ্নিত হলে তাকে স্থায়ীভাবে বহিষ্কার না করা পর্যন্ত সকল একাডেমিক কার্যক্রম বন্ধ রাখারও ঘোষণা দেয় তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়, বুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলনে কিছু স্বার্থান্বেসী মহল সুযোগ নেয়ার কারনে তারা আপাতত মাঠ আন্দোলন স্থগিত করছে।
/এসএস