
ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশন উপজেলায় লক্ষীপূজার আতশবাজির আগুনে দগ্ধ হয়ে মো. আমজাদ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আমজাদ চরফ্যাশন বাজারের জনতা রোডের আয়ুর্বেদিক চিকিৎসক মো. ফারুক কবিরাজের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রবিবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মো. আমজাদ হোসেন চরফ্যাশন বাজারের জনতা রোডের তাদের ওষুধের দোকানের পিছনে কাজ করতেছিল। এ সময় ওই দোকানের পাশেই হিন্দু ধর্মালম্বীরা লক্ষীপুজা উপলক্ষে আতশবাজি ফুটায়। এতে আতশবাজির আগুন এসে আমজাদের শরীরের বিভিন্ন অঙ্গ জলসে যায়।
পরে বাজারের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে ঢাকায় নেয়ার পথে সোমবার সকালে আমজাদের মৃত্যু হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সূমসুল আরেফিন নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, আতশবাজিতে অতিরিক্ত বারূদ থাকায় সেটি এসে আমজাদের শরীর জলসে যায়। নিহতের লাশ ঢাকা থেকে চরফ্যাশন আনা হচ্ছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
/এসএস