
সিরিয়ার উত্তরাঞ্চলীয় মানবিজ শহরের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে সিরিয়ার সরকারি সেনারা। শহরটিতে বর্তমানে কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রণে রয়েছে। শহরটি যাতে তুরস্কের সেনাদের হাতে না পড়ে সে জন্য সিরিয়ার সেনারা শহরটির নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।
মানবিজ শহরে সিরিয়ার সরকারি সেনা মোতায়েনের অর্থ হচ্ছে সেখানে তুরস্কের সামরিক অভিযান মোকাবেলা করবে তারা। গত কয়েকদিন ধরে তুরস্কের সেনারা এবং ফ্রি সিরিয়ান আর্মি বা এফএসএ কুর্দি গেরিলাদের বিরুদ্ধে সিরিয়ার উত্তরাঞ্চলে অভিযান চালাচ্ছে।
সম্প্রতি রাশিয়া, সিরিয়া, আমেরিকা এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বা এসডিএফ’র মধ্যে যে চুক্তি হয়েছে তার আওতায় আলেপ্পো প্রদেশের মানবিজ শহরের নিয়ন্ত্রণ নেবে সিরিয়ার সেনারা।
সিরীয় সেনারা সেখানে ভারী এবং মাঝারি ধরনের অস্ত্র মোতায়েন পারবে এবং সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা উড়িয়ে দেবে।শনিবার (১ে২ অক্টোবর) মানবিজ শহর থেকে আমেরিকার সর্বশেষ সেনা প্রত্যাহার করা হয়েছে।
ইসমাঈল আযহার/পাবলিক ভয়েস