
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব এটি এম হেমায়েত উদ্দিনের মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী যুব আন্দোলন। আজ শুক্রবার সকালে রাজধানীর ফার্মগেট তেজতুরি বাজারে নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারে প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, অধ্যাপক হাফেজ মাওলানা এ টি এম হেমায়েত উদ্দিন ছিলেন এদেশের রাজনীতিতে ঐক্যকামী প্রথিতযশা ব্যক্তিত্ব। তিনি এদেশের রাজনীতিতে একটি অনুসরণীয় ধারা সৃষ্টি করেছিলেন। জনদরদী, পরিশ্রমী ও প্রতিভাবান এই নেতার মৃত্যূতে এদেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল।
শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী যুব আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি প্রশিক্ষণ কর্মশালায় নগর দক্ষিণের সভাপতি মুফতি মানসুর আহমদ সাকীর সভাপতিত্বে ও সেক্রেটারি শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এ টি এম হেমায়েত উদ্দিন সাহেব বর্তমান দুর্নীতি, দুঃশাসন ও নৈরাজ্যের বিরুদ্ধে ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। তিনি জালেম শাসকদের বিরুদ্ধে গর্জে উঠতেন রাজপথে। ইসলামী রাজনীতিতে তাঁর বিকল্প খুঁজে পাওয়া সহজ নয়। এই মহারথির মৃত্যুতে সবাই বাকরুদ্ধ।
এছাড়াও নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর ভারত চুক্তিকে গোলামির চুক্তি আখ্যা দিয়ে বলেন, দেশের স্বার্থবিরোধী এই চুক্তির কারণে সরকার জণগণের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। এছাড়াও আগামী পনেরো দিনের মধ্যে আবরার হত্যার বিচার চেয়ে সারা দেশে কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। বক্তারা ক্যাসিনোর সমালোচনা করে বলেন, সরকার ও প্রশাসন দেশের প্রতি আন্তরিক না হবার কারণে এসকল অনৈতিক কর্মকাণ্ড ঘটেই চলছে। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর নেতা সোহাইল আহমদ, কে এম শামীম আহমেদ, মুফতি রাশেদুল ইসলাম, মাওলানা আল আমিন ইহসান, এইচ এম আবু বকর, জুবায়ের আহমদ জুবেল, আল আমিন প্রমুখ।
/এসএস