
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
আজ শুক্রবার সকাল ১০ টা ৪০ মিনিট-এ নিজ বাসায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। সম্প্রতি চিকিৎসার জন্য তিনি ভারত সফর করেন। ভারতে তিনি মুম্বাই এর বিশেষজ্ঞ ডাঃ আদভানীর অধিনে কেমোথেরাপি চিকিৎসা নেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। অবিভক্ত ঢাকা মহানগরের দীর্ঘদিনের সভাপতি ছিলেন বর্ষিয়ান এ রাজনীতিবিদ। সর্বশেষ ইসলামী আন্দোলন বাংলাদেশে এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক হেমায়েত উদ্দিন।
১১ ভাই ও পাঁচ বোনের মধ্যে এটিএম হেমায়েত উদ্দিন দ্বিতীয় ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ রাজনৈতিক সহকর্মী, ভক্ত-অনুরাগী রেখে গেছেন। তিনি ঢাকা মাদরাসা-ই আলিয়া থেকে কামিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি সম্পন্ন করেন। ফার্মগেটের পশ্চিম রাজাবাজার জামে মসজিদে ৪২ বছর ধরে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও তিনি মালিবাগ আবুজর গিফারী কলেজে দীর্ঘদিন অধ্যাপনা করে বর্তমানে রামপুরা কামরুন্নেসা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপকের দায়িত্বে নিয়োজিত ছিলেন।
/এসএস