মুসলিম বিশ্বের শীর্ষস্থানীয় আলেম পাকিস্তানের মুফতি তাকি উসমানির কাশ্মীর নিয়ে রচিত ‘আয় ওয়াদিয়ে কাশ্মীর!’ রিলিজ করেছে হিরা ফাউন্ডেশন স্কুল। ১৯৬৫ সালে মুফতি তাকি উসমানি এই তারানাটি রচনা করেছিলেন। ইউটিউবে হিরা ফাউন্ডেশন স্কুল এন্ড হিরা ইন্সটিটিডের ইউটিউব চ্যানেলে তারানাটি ৪ অক্টোবর রিলিজ করা হয়েছে। হিরা ফাউন্ডেশন স্কুল ছোট্ট ছোট্ট ছাত্র-ছাত্রী এ গানটিতে কণ্ঠ দিয়েছেন। পাকিস্তানের করাচিতে অবস্থিত হিরা ফাউন্ডেশন স্কুল এন্ড হিরা ইন্সটিটিড আল্লামা মুফতি তাকি উসমানি, মুফতি রফি উসমানি ও মুফতি ইমরান উসমানি পরিচালনা করেন।
https://youtu.be/P4QetSHv6y0
আই.এ/