
নাহিদুজ্জামান, বেরোবি প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চার দিনের ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যায়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা আরিফুল ইসলাম।
তিনি বলেন, আগামী ৬ অক্টোবর (রবিবার) থেকে একাডেমিক ছুটি শুরু হবে এবং চলবে ৯ অক্টোবর (বুধবার) পর্যন্ত। অফিস ছুটি থাকবে ৭ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত।
একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার হওয়ায় এ বছর দুর্গাপূজায় মোট সাত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।
৪ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সারাদেশে পূজা মণ্ডপগুলোতে ইতিমধ্যেই প্রতিমা তৈরি ও সাজানোর সকল কাজ শেষ। শেষ সময়ে পূজার উৎসবকে পরিপূর্ণ রূপ দিতে মণ্ডপগুলোতে চলছে ব্যাপক সাজ সাজ রব। ইতিমধ্যেই প্রতিমা তৈরি ও সাজানোর সকল কাজ শেষ। তিটি পূজা মণ্ডপের জন্য তৈরি হচ্ছে দুর্গা, স্বরস্বতী, লক্ষ্মী, গণেশ, কার্তিক, অসূর, সিংহ, হাঁস, পেঁচা ও সাপসহ বিভিন্ন প্রতিমা।
/এসএস