সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূল কর্মী সব্যসাচী দত্ত। মঙ্গলবার (১ অক্টোবর) বিজেপি জনজাগরী এক সভায় তিনি বলেন, মোদি এমন একজন নেতা, যার কাছে দেশ সবার আগে। এসময় মোদির বিদেশনীতির প্রশংসা করে সব্যসাচী বলেন, ভারতকে এখন রাশিয়া, আমেরিকা ও সৌদি আরবসহ সব দেশই সম্মানের চোখে দেখে। সূত্রের বরাতে বুধবার (২ অক্টোবর) এখবর দিয়েছে কলকাতা নিউজ অনলাইন।
কাশ্মীরের সঙ্গে কলকাতাকে তুলনা করে বিস্ফোরক মন্তব্যও করেন এই নেতা। এনআরসি ইস্যুতে তিনি বলেন, ‘(বাঙ্গালী) অনুপ্রবেশকারীদের কোনও জায়গা নেই। বাংলাকে পাকিস্তান বানানোর চক্রান্ত চলছে। বাংলাকে পাকিস্তান হতে দেবেন না। বাংলায় এনআরসি করুন।’
৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরিদের বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ারও প্রশংসা করেন সব্যসাচী দত্ত। তিনি বলেন, ‘কাশ্মীরিরা এখন সুদিনের স্বপ্ন দেখছে।’ এদিকে বিবিসিসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কাশ্মীরিরা সুখে নেই। সেখানে এখনও চলছে দমন-পীড়ন। উপত্যকার জনগণ কী তাহলে এই সুদিনের স্বপ্ন দেখছেন?
আই.এ/এমএম/পাবলিক ভয়েস