
নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নে নিজের কিশোরী মেয়েকে টানা তিনমাস ধরে ধর্ষণের অভিযোগে লম্পট বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত বাবা লিটনকে (৩৫) ওই ইউনিয়নের নবগ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গতকাল সোমবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, একবার কিশোরীর মা কোথাও বেড়াতে যান। তখন ওই কিশোরী ও তার বাবা এক ঘরে থাকতেন। স্ত্রীর অনুপস্থিতিতে লিটন তখন নিজের কিশোরী মেয়েকে ধর্ষণ করে। এরপর থেকে প্রায়ই স্ত্রীর অনুপস্থিতিতে নিজের মেয়েকে ধর্ষণ করে চলছে লিটন। এভাবে তিনমাস ধরে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার কথা টের পায় কিশোরীর মা। এরপর মেয়ের কাছে জানতে চাইলে সে মাকে সব খুলে বলে।
পরে ওই কিশোরীর অভিযোগের ভিত্তিতে রোববার রাতে লিটনের শ্বশুর বাড়ির লোকজন লিটনকে আটক করে। সোমবার দুপুরে স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে শ্বশুর বাড়ির লোকজন তাকে পুলিশে সোপর্দ করে।
ঘটনার সত্যতা স্বীকার করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা হাসান জানান, এ ঘটনায় ধর্ষিতা কিশোরীর মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
/এসএস