
ইরান বিরোধী পরমাণু সমঝোতায় সাক্ষরকারী ৩ ইউরোপীয় দেশ -জার্মানি,ফ্রান্স এবং ব্রিটেনের কড়া সমালোচনা করেছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ নিউইয়র্কে জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদান শেষে তেহরানে ফেরার পথে জার্মানে যাত্রাবিরতির সময় জারিফ জানান, ইউরোপে তিনি পরমাণু অস্ত্রধারী জাতিসংঘের স্থায়ী সদস্যভুক্ত একটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করেছেন। তিনি তাকে বলেছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমতি ছাড়া তিনি কোনো কিছুই করতে পারেন না।
পররাষ্ট্র্রমন্ত্রী জারিফ বলেন, ‘আজকে যদি আপনারা দেখেন ইউরোপের দেশগুলো ক্রমে আমেরিকার দিকে ঝুঁকে পড়ছে এবং তার মিত্র দেশে পরিণত হচ্ছে তাহলে সেটা এইজন্য নয় যে তারা(ইউরোপীয়রা) আমাদের কোনো ত্রুটির জন্য এই কাজ করছে বরং এটি করছে এই জন্য যে তারা আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়াতে ব্যর্থ হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, ইরানকে পরমাণু সমঝোতায় অবিচল রাখার জন্য অপরিশোধিত তেল বিক্রির সুবিধা দিতে ইউরোপ গত পাঁচ মাস ধরে তেহরানকে বিশেষ ক্রেডিট বা অর্থ দেয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু নিজেদেরই নিরাপত্তার স্বার্থে নিজেদের অর্থ খরচ করার জন্য তাদের প্রভু আমেরিকার কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি বলে তারা এ পর্যন্ত এর কিছুই করতে পারেনি।
আই.এ/পাবলিক ভয়েস