
পুলিশ পাহাড়ায় ক্যাম্পাস ছেড়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি খোন্দকার নাসির উদ্দিন। আজ রোববার (২৬ সেপ্টেম্বর) সন্ধায় তিনি ক্যাম্পাস এলাকা ত্যাগ করেন।
ভিসি নাসিরের ক্যাম্পাস ত্যাগের কথা নিশ্চিত করে পুলিশ জানায়, অসুস্থতার কারন দেখিয়ে তিনি ক্যাম্পাস ছেড়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাংবাদিক বহিস্কারের ঘটনায় প্রথমে প্রতিবাদে মাঠে নামে শিক্ষার্থীরা। এরপর ভিসির নানা অনিয়ম, দুর্নীতি, নারী কেলেঙ্কারিসহ নানান অনিয়মের প্রতিবাদে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এরপর ২১ সেপ্টেম্বর শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনরা ঘটে। এতে অন্নতত হামলায় ২০ শিক্ষার্থী আহত হয়।
অভিযোগ ওঠে বাড়াটে সন্ত্রাসী দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করিয়েছেন স্বয়ং ভিসি নাসির। এরপরই ভিসির পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলনে নামে শিক্ষার্থীরা। এর আগে এঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ূন কবির পদত্যাগ করলেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এরই মধ্যে আজ ক্যাম্পাস ছেড়েছেন ভিসি নাসির উদ্দিন।
/এসএস