
আ.লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, অসৎ পথে আয় করলে নিজের দলের কাউকেও ছাড় দেবেন না। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই হুশিয়ারি দেন।
জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে অংশ নেয়া শেষে স্থানীয় সময় শনিবার বিকেলে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের দেওয়া নাগরিক সংবর্ধনায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে টাইমস্কারের একটি হোটেলে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলন কক্ষ।
বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর নেতৃত্বে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং যুদ্ধে প্রবাসীদের অবদান তুলে ধরেন। তুলে ধরেন তার সরকারের উন্নয়ন সাফল্য।
দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অসৎ পথে যদি তার দলের লোকও আয় করে তবে তাকেও ছাড় দেয়া হবে না।
বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন, সাজাপ্রাপ্ত আসামীকে দলের চেয়ারম্যান বানালে জনগণ কেনই বা তাদের ভোট দেবে?
এসময় বিএনপিকে উদ্দেশ্য করে আ.লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, মানি লন্ডারিং, ক্যাসিনোতে টাকা উড়ানোসহ তাদের বিভিন্ন দুর্নীতি ও অপকর্ম আন্তর্জাতিক তদন্তেও বের হয়ে এসেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খুব শিগগির ঢাকা থেকে নিউ ইয়র্কে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু এবং ফ্লোরিডায় প্রবাসীদের জন্য নতুন কনস্যুলেট সেবা চালুর চেষ্টা চলছে।
জিআরএস/পাবলিক ভয়েস