
ভোলা প্রতিনিধি: ভোলায় সড়ক দুর্ঘটনায় দৌলতখান উপজেলার ভাইস চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন কান্টু নিহত হয়েছে। শনিবার সকালে ভোলা- চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকার হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোশারেফ হোসেন উপজেলার দক্ষিণ জয়নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা ও উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোশারেফ হোসেন কান্টু সকালের দিকে মোটরসাইকলে যোগে বাড়ির থেকে ভোলার উদ্দেশ্যে রওনা হয়। এসময় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের কমরউদ্দিন এলাকার হাওলাদার বাড়ির সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান ঘটার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
/এসএস